বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বকশীগঞ্জে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির মানববন্ধন 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  ৩০ নভেম্বর ২০২৪, ১৪:৩৯
ছবি : যায়যায়দিন

জামালপুরে বেসরকারি এমএ রশিদ হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বকশীগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়ায়গনস্টিক সেন্টার মালিক সমিতি।

শনিবার (৩০ নভেম্বর) বকশীগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড়ে বেলা ১১-১২ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

উক্ত মানববন্ধনে উপজেলা বেরসকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জামালপুর বেসরকারি হাসপাতাল মালিক সমিতির আপ্যায়ণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, বকশীগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী খোকন, ডা. আবদুল গণি হেল্থ কমপ্লেক্স এর এমডি সাদ্দাম হোসেন মিঠু।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে এমএ রশিদ হাসপাতালে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ নভেম্বর মধ্য রাতে জামালপুর শহরের বেসরকারি এমএ রশিদ হাসপাতালে হামলা করে দুর্বৃত্তরা। এসময় হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে