সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

শান্তি কামনা করে শেষ হলো ৩ দিনব্যাপী চরমোনাইর বার্ষিক মাহফিল

বরিশাল অফিস
  ৩০ নভেম্বর ২০২৪, ১৫:৪৭
ছবি: যায়যায়দিন

লাখো মুসল্লীর আমীন ধ্বনিতে আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শেষ হয়েছে তিন দিনব্যাপী চরমোনাইর বার্ষিক মাহফিল।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

গত ২৭ নভেম্বর বুধবার বাদ জোহর চরমোনাই'র পীরের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয় ৩ দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা মাঠে এ ঐতিহাসিক মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকালে সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোন মূল্য নেই। তিনি বলেন নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরী পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করতে হবে। গীবতের মতো গুনাহ থেকে বাচিয়া থাকতে হবে। পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনের পাবন্দি করতে হবে। পরিবারে খাছ পর্দা জারি করতে হবে। সকল প্রকার নেশাজাত দ্রব্য হতে বাচিয়া থাকতে হবে। আলস্নাহওয়ালাদের কিতাব পড়তে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশ নিতে হবে। ছহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।

সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি।

আখেরী বয়ানের পর চরমোনাই পীর বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হবার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরে তিনি তাওবা করিয়ে গুনাহ থেকে বেচে থাকার শপথ করান। মুনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। এবারের মাহফিলে ৪ জন অমুসলিম চরমোনাই পীরের ও শায়খে চরমোনাইর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে