চরভদ্রাসনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে সভা

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৪

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফরিদপুরের চরভদ্রাসনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে তাদের পরিবারের উপস্থিতিতে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরতে শহিদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে অভ্যুত্থানে আহত চরভদ্্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মো. সাজিদ তালুকদার ও চর হরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রামের রিয়াদ হোসেনকে ফুলেল সুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। এ সময় সাজিদের পিতা মাতা ও রিয়াদের মাতা উপস্থিত ছিলেন।

সভায় আহতদ্বয় ও তাদের পরিবারে সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নিশাত ফারাবী, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গাফ্ফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, উপস্থিত সাংবাদিকবৃন্দ প্রমূখ। আহত ও শহিদদের জন্য দোয়ার মাধ্যমে সভা শেষ করা হয়।

যাযাদি/ এসএম