সোনাইমুড়ীতে ঘর নির্মাণ করে সম্পত্তি দখল

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জোরপূর্বক অন্যের পৈতৃক সম্পত্তি দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জবরদখলের ঘটনায় সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার মির্জানগর গ্রামের নুরুল আমিনের ছেলে  ভুক্তভোগী  আজগর হোসেন।

বুধবার সকালে সোনাইমুড়ি উপজেলার মির্জানগর গ্রামের কামাল উদ্দিন পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাটেশ্বর ইউনিয়নের উত্তর মির্জানগর মৌজার ৬২০ নং খতিয়ানের ২৪৬৭ নং দাগের ৩৬ শতাংশ অন্দরে ৮ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক আজগর হোসেন। তার জমিতে জোরপূর্বক সিমেন্টের ফিলার,কাট ও টিন দিয়ে ঘর নির্মাণ করছেন কামাল উদ্দিন পাটোয়ারী বাড়ির মোস্তফা পাটোয়ারীর ছেলে মমিন উল্যাহ সাহিন, বাবর ও সোহাগ।

অভিযুক্ত মমিন তার বসত বাড়ীর সামনের পুকুর পাড়ের জমি জোরপূর্বক ভোগদখল করে আসছে। তবে ওই জমি ভুক্তভোগী আজগর হোসেনের ওয়ারিশী সম্পত্তি। দখলের বিষয়ে এলাকায় শালিস-বৈঠক করে সম্পত্তির ঝামেলা মিমাংশা করতে চাইলে অভিযুক্তরা কোন বৈঠক করতে রাজি হয় না। উপরন্তু ভুক্তভোগীকে মারধর সহ বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়ে থাকে।

 ভুক্তভোগী আজগর হোসেনের পৌত্রিক সম্পত্তি দখল করে। ভুক্তভোগী বাঁধা দিয়ে ঘর নির্মাণ করতে নিষেদ করলে বিবাদীরা উক্ত সম্পত্তির মালিকানা দাবি করে অকথ্য ভাষায় গালমন্ধ করে বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়।বর্তমানে জমি দখল ও ঘর নির্মাণকে কেন্দ্র করে ভুক্তভোগী যে কোন সময় হামলার আশঙ্কা করছেন।

সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

নাটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন খোকন বলেন, ওই বাড়িতে জায়গা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। জায়গা দখলের খবর তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।


যাযাদি/এসএস