‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই হোক আমাদের অঙ্গীকার’

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:২৪

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিএনপি সভাপতি, জেলা বিএনপি সহ- সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে গত শুক্রবার সন্ধ্যায় নিকলী হল রুমে বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই হউক আমাদের অঙ্গীকার। 

দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষকের ন্যায্য পাওনা দিতে হবে।

তিনি বলেন, গত সাড়ে পনেরো বছরে ফ্যাসিবাদ সরকার কৃষকের সারের দাম, তেলের দামসহ অন্যান্য জিনিসের দাম চার থেকে পাঁচ গুণ হারে বাড়িয়েছে। কৃষক এখন ছন্ন ছাড়া। কৃষকদেরকে একত্রিভুক্ত করতে হলে বর্তমান সরকারকে কৃষি সরঞ্জামাদি সহ অন্যান্য জিনিসের দাম কমাতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বলে উল্লেখ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এডভোকেড মাজহারুল ইসলাম, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেড বদরুল মুমেন মিটু, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু তাপস সাহা অপু।

উক্ত অনষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ কামরুল আহসান স্বাধীন। দ্বি-বার্ষিক সম্মেলনটির সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম।

যাযাদি/ এআর