হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে দালাল মুক্ত ঘোষণা 

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার হোমনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল মুক্ত ও রোগী হয়রানি বন্ধে শনিবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা চলাকালিন সময়ে কোন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত দালালদের সরকারী হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সরকারী হাসপাতালে আগত রোগীদের হয়রানি বন্ধ করতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও কেউ যদি এ নিষেধাজ্ঞা অমান্য করে তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। 

এ বিষয়ে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস সালাম শিকদার জানান, সরকারি হাসপাতালগুলোতে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের হস্তক্ষেপ নিয়ে নানাহ গুনঞ্জন শোনা যায়। মূলত এসব গুনঞ্জন থেকে বিরত থাকতে এবং হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নতিকল্পে বেসরকারী মালিকদের সাথে আমাদের একটি বৈঠক হয়েছে। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে উক্ত সিদ্ধান্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। 

যাযাদি/ এআর