রূপসায় শিক্ষা, সক্রিয় নাগরিকত্ব এবং স্বেচ্ছাসেবকতা প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৬

রূপসা উপজেলা পরিষদে দিনব্যাপী রূপসায় নাগরিক শিক্ষা, সক্রিয় নাগরিকত্ব এবং স্বেচ্ছাসেবকতা প্রশিক্ষণ কর্মসূচি ৭ ডিসেম্বর দিনব্যাপী উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ আয়োজিত এই কর্মসূচিতে রূপসা উপজেলার ৩০ জন অংশগ্রহণকারী অত্যন্ত আগ্রহের সাথে অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের নাগরিক শিক্ষা সম্পর্কে সচেতন করা, সক্রিয় নাগরিকত্বের গুরুত্ব বোঝানো এবং স্বেচ্ছাসেবকতার মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখার দক্ষতা প্রদান করা।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা জেলার প্রশিক্ষক জান্নাতুল ফেরদৌসী মিতি এবং আহনাফ রহমান দক্ষতার সাথে এই ৩০ জন অংশগ্রহণকারীকে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ চলাকালীন, অংশগ্রহণকারীরা বিভিন্ন দলগত কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং প্রজেক্ট পরিকল্পনা প্রণয়নের কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করেন।
জাগো ফাউন্ডেশন সম্পর্কে: জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যা ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি মূলত শিক্ষা, যুব উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে। ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের একটি উদ্যোগ, যা দেশের বিভিন্ন অঞ্চলে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে। জাগো ফাউন্ডেশন বিশ্বাস করে যে শিক্ষা এবং সচেতনতার মাধ্যমে সমাজে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।
যাযাদি/ এআর