তালার খেশরা ইউপি চেয়ারম্যান লাল্টু গ্রেপ্তার

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ফাইল ছবি

সাতক্ষীরার তালায় স্থানীয় খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

রোববার (৮ ডিসেম্বর) রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তবে, কি কারণে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যাইনি।

সূত্র বলছে, কামরুল ইসলাম লাল্টু এবং তাঁর পরিবার আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের একাংশের ভোটারদের সমর্থন নিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর আগের নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি এবং তাঁর পরিবার জড়িত থাকায় তিনি আটক হতে পারেন।

এ ব্যাপারে তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাচ্ছে না।

যাযাদি/ এসএম