রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৮

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ; গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রাজাপুর উপজেলা শাখার সহযোগিতায় সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে "দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয়" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ চন্দ্র পাল, দুদক রাজাপুর উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল প্রমুখ।

যাযাদি/ এআর