বিরামপুরে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫০

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দিনাজপুরের বিরামপুরে শোভাযাত্রা, মানব বন্ধন ও আলোচনা সভার মাধ্যমে  আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী  দিবস পালিত হয়েছে।

সোমবার  (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় ও দূদক পতাকা উত্তোলন পূর্রক বর্ণাঢ্য  শোভাযাত্রা  ও মানববন্ধন শেষে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান আলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। 

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মশিহুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, সদস্য মাহমুদুল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার প্রমূখ।।

যাযাদি/ এম