জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী সম্মানে ভূষিত ডিমলার ছন্দা রানী
প্রকাশ | ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত (৯ ডিসেম্বর) "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" কার্যক্রমের আওতায় উপজেলা ও জেলা দুই পর্যায়েই শ্রেষ্ঠ "সফল জননী নারী" ক্যাটাগরী সম্মানে ভূষিত হয়েছেন ডিমলা উপজেলা সদরের রাজবাড়ী পাড়া গ্রামের (নরেন্দ্র কুঠির) বাড়ীর মৃত সুহাস চন্দ্র সরকারের স্ত্রী ও ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ছন্দা রানী বিশ্বাস।
উল্লেখ্য, ছন্দা রানী বিশ্বাসের স্বামী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুহাস চন্দ্র সরকার ২০০৮ ইং সালে মৃত্যুবরণ করলে চার কন্যা সন্তানের জননী ছন্দা রানী সন্তানদের প্রতিষ্ঠিত করতে জীবন যুদ্ধ শুরু করেন এবং সেই জীবন যুদ্ধে আজ তিনি সফল নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত।
বড় মেয়ে প্রিয়াংকা সরকার রত্না সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, ২য় মেয়ে পূরবী সরকার শম্পা বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক, ৩য় মেয়ে সুনন্দা সরকার রুম্পা ৪১ তম বিসিএস এ কৃষি ক্যাডার হয়ে বিজ বিপনন কেন্দ্র চাঁদপুরে কর্মরত রয়েছেন, ছোট মেয়ে প্রত্যাশা সরকার জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে ইংরেজি মাষ্টার্স বিভাগে ফাইনাল বর্ষে অধ্যায়নরত।
যাযাদি/ এসএম