রামগড়ে বিপন্ন প্রায় চশমাপরা হনুমান রক্ষায় বন বিভাগের সভা

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৪, ১২:০৮

রামগড় (খাগড়াছ‌ড়ি) প্র‌তি‌নি‌ধি
ছবি: যায়যায়দিন

খাগড়াছ‌ড়ির রামগ‌ড়ে বিলুপ্ত হওয়ার পথে চশমাপরা হনুমান রক্ষায় নানামুখী উদ্যোগ নিয়েছে বন বিভাগ। বি‌ভিন্ন সম‌য়ে সংবাদ মাধ‌্যমে বিপন্ন হ‌তে যাওয়া চশমাপরা হনুমান এর নিরাপদ প্রজনন, বে‌ড়ে ওঠ‌া, আবাস্থল ও খাদ‌্য নি‌য়ে ক‌য়ে‌টি প্র‌তি‌বেদন প্রকাশ হওয়ার পর এ প্রাণি  রক্ষায় বন‌বিভাগ উ‌দ্যোগ নেয়।

এরই অংশ হি‌সে‌বে বুধবার (১১ ডিসেম্বর) রামগ‌ড়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‌ রামগড় রেঞ্জের আয়োজিত এ সভায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সভাপ‌তিত্ব ক‌রেন। 

এ‌তে প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া। বিশেষ অতিথি ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. নাজমুল হুদা, রামগড় প্রেসক্লাবের সভাপতি মো. নিজাম উদ্দিন লাভলু। 

রামগড় রেঞ্জ কর্মকর্তা মো: জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, রামগড় রিপোর্টটার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা উপ‌স্থিত ছি‌লেন। 

উ‌ল্লেখ্য, নিরাপদ আবাসস্থল ও খাদ্যের সন্ধানে এ মহাবিপন্ন প্রাণি চশমাপরা হনুমানের ২০-২৫ সদস্যের একটি দল খাগড়াছড়ির রামগড় পৌরসভার বিভিন্ন জনবসতিতে চলে আসে।বাগবাগিচায় হানা দিয়ে ফলফলাদি ও শাক-সবজি খেয়ে ফেলার কারণে এ বন্যপ্রাণির সাথে মানুষের বৈরিতা সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামবাসিদের হাতে প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে চশমাপরা হনুমানের দল। এ অবস্থায় লোকালয়ে আসা এ বন্যপ্রাণি মানুষের হাতে আক্রমণের শিকার যেন না হয় সেজন্য জন সচেতনতা সৃষ্টি, জনবসতি এলাকায় তাদের বিচরণ পর্যবেক্ষণে রাখতেই বন‌বিভা‌গের জনস‌চেতনতামূলক এসব উ‌দ্যোগ নেয়।

যাযাদি/ এসএম