গাজীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

গাজীপুর (সদর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

মিথ্যা তথ্য দিয়ে ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা আবু বকর ছিদ্দিক বলেন, সম্প্রতি স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে আমাকে ও আমার নেতাকর্মীদের  জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছে। ওই সব ভিত্তিহীন সংবাদে আমাকে দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হযেছে। 

 তিনি আরও বলেন, আমি বিগত ১৯৮৬ সাল থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজও বদি বিএনপির রাজনৈতির সাথে সম্পৃক্ত। বর্তমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতির দায়িত্বে আছি। বিগত আওয়ামী লীগের সময়ে ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান থাকা কালীন জনস্বার্থে সরকারি ও বেসরকারি  বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেছি। অনুষ্ঠানে স্থানীয় এমপির সাথে ছবি থাকায় কিছু স্বার্থন্বেষী মহল ছবিগুলো ব্যবহার করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে আমার মানহানি করছে। আমি ওইসব সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

যাযাদি/এআর