গোসাইরহাটে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩০

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

"জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাটে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মাদক বিক্রি ও মাদক সেবন, জুয়া বন্ধ করার ভূমিকা নিয়েছে গোসাইরহাট পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের সবুজছাতা এলাকার স্থানীয় যুব সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন পলাশ সরদার, আনসার উদ্দিন সরদার, সালাহউদ্দিন সরদার, টিটু ঢালী, শিবলু বেপারীসহ স্থানীর যুব সমাজের ৷

পলাশ সরদার বলেন, মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মূলে রয়েছে মাদক। পাড়া-মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাং গ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে তার পেছনেও রয়েছে এই মাদক।

বক্তারা আরও বলেন, নিজ নিজ গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে একদিন পুরো সমাজ তথা দেশ মাদকমুক্ত হবে বলে আশা করেন উদ্যোক্তারা। এ সময় সবুজ ছাতা এলাকার গণ্যমান্য, কিশোর, তরুণ ও যুব সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সবাই নিজ গ্রামকে মাদক বিক্রি ও ব্যবহার রোধে শপথ গ্রহণ করেন।


যাযাদি/এসএস