বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান
প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪

নোয়াখালীর বেগমগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মানানা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে বিদ্যালয়ের হল রুমে পাইলটিয়ান ২০০২ ব্যাচের আয়োজনের এবং বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকক ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষক ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি বাদশা আলম। বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী সাধারন ব্যবসায়ী সমিতির কার্যকরি সভাপতি মোরশেদ আমিন ফয়সাল, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক মঞ্জুরুল হাসান শিমু।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষকদের মাঝে স্মৃতি চারণ ও উপদেশমুলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাহফুজুর রহমান,চন্দ্র শেখর,ইমরান হোসেন, নুর নাহার,দীপক রঞ্জন পাল, মতি লাল, বশির উদ্দিন ও নবী উল্যাহ।
শেষে পাইলটিয়ান ২০০২ ব্যাচের উদ্যোগে প্রাক্তন ১৫ জন শিক্ষক ও বর্তমান ২৫ জন শিক্ষককে সম্মাননা ক্রেস্টসহ বিশেষ উপহার সামগ্রী তুলে দেন শিক্ষার্থীরা।
যাযাদি/ এআর