মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২

মেহেরপুর প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস । 

দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন চত্ত্বরে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

প্রথমে জেলা প্রশাসক সিফাত মেহনাজ পুষ্পমাল্য অর্পন করেন। এরপর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির নেতৃবিন্দু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। 

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

যাযাদি/এআর