ফরিদগঞ্জে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

প্রকাশ | ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার(২২ ডিসেম্বর) রাতে উপজেলার প্রত্যাশি এলাকা থেকে তাকে আটক করা হয় । 

সোমবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর আদালতে প্রেরণ করে  ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই শিক্ষার্থী বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণির  মাদ্রাসা শিক্ষার্থীর সাথে মেহেদী হাসানের প্রেমের সম্পর্ক ছিলো। গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে ওই শিক্ষার্থী পালিয়ে প্রেমিক মেহেদীর এলাকায় চলে আসে। মেহেদী আলমগীর নামে তার এক সহযোগীর সহায়তায় প্রেমিকা কে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দি্েযয় ধর্ষন করে শিক্ষার্থীকে রাস্তায় একা ফেলে তারা পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা আলমগীরের সহায়তায় মেহেদীকে চিহ্নিত করে এবং  শিক্ষার্থীকে উদ্ধার করে তার পিতার হেফাজতে দেয়। পরবর্তীতে  তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

এব্যাপারে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে মেহেদীকে প্রধান আসামী করে দুই জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করে। পুলিশ অভিযুক্ত মেহেদী হাসান (১৭) কে রোববার(২২ ডিসেম্বর) রাতে উপজেলার প্রত্যাশী এলাকা থেকে আটক করে সোমবার চাঁদপুর আদালতে প্রেরণ করে। ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন,অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এম