জমি রেজিস্ট্রি করতে এসে ছাত্রলীগ নেতা আটক
প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪, ১৭:২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি রেজিস্ট্রি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ছাত্রলীগ নেতা। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) দুপুরে সোনাইমুড়ী পৌর ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক ফাহিম হোসেন ছাত্রলীগের সোনাইমুড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সোনাপুর ইউনিয়নের ১নং দৌলতপুর ভূইয়া বাড়ির মৃত শামছুল আলমের ছেলে।
সোনাইমুড়ী থানা সূত্রে জানা যায়, গত ২০ আগষ্ট সোনাইমুড়ী থানার হত্যা মামলা নং- ০৪ এর ঘটনায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়। বুধবার সকালে আটক ফাহিম হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাযাদি/ এম