সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে মধুপুের অন্যান্য ক্যাডারদের মানববন্ধন
প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৩

টাঙ্গাইলের মধুপুরে প্রশাসন বাদে অন্যান্য ক্যাডারদের সমন্বয়ে সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ক্যাডাররা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও সাড়ে ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্যান্য ক্যাডার পেশা ভিত্তিক মন্ত্রণালয়ের দাবী ও উপ-সচিব পদে সকল কোটার অবসান। প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে বিসিএস (প্রশাসন) ক্যাডার ব্যাতিত অন্য দপ্তরে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের যৌথ ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করে আন্ত-ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ টাঙ্গাইলের মধুপুর উপজেলা শাখা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শহীদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খায়রুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আতিয়ার রহমান।
এ সময় মধুপুর শাখার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন। মানব বন্ধনে তারা তাদের দাবি দাওয়া তোলে ধরে।
যাযাদি/ এম