যশোরে জেলাপ্রশাসকের সাথে মতবিনিময় সভা

প্রকাশ | ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮

অভয়নগর যশোর
ছবি: যায়যায়দিন

যশোরের অভয়নগরে জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলামের সাথে অভয়নগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর দুইটার সময় উপজেলা অডিটোরিয়ামে  উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে  উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানা অফিসার ইনচার্জ  ইমাদুল করিম, জাতীয়তাবাদী দল অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান,জামায়াতে ইসলামীর আমির শরীফ হোসেন নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ  রবিউল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা  লাভলী খাতুন অভয়নগর প্রেস ক্লাবের সভাপতি জনাব চৈতন্য কুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অধ্যক্ষ খায়রুল বাসার সহ হেফাজতে ইসলামী,ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। 

এছাড়াও উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল অভয়নগর থানার সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর সভাপতি জনাব আবু নাইম,সাধারন সম্পাদক রেজাউল মোল্ল্যা, স্বাস্থ্য কর্মকর্তা আলীমুর রাজীব সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।,বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী, গুরুত্বপূর্ন, কর্মকর্তা,কর্মচারী,মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ আরো অনেকে। 
 
সভায় বক্তারা অভয়নগরের প্রধান সমস্যা ভবদাহের পানি সমস্যা,  আমডাংগা খাল খনন, ভৈরব নদের জায়গা দখল ও নাব্যতা, মহাসড়কের বেহাল দশা, মাদক, দুর্নীতি ও চঁাদাবাজীর  কথা তুলে ধরেন। উক্ত সমস্যা সমাধান কল্পে তারা জেলা প্রশাসকের সহায়তা কামনা করেন।

প্রধান অতিথীর বক্তব্যে জেলা প্রশাসক - জুলাইয়ের ছাত্র -জনতার বিপ্লবের কথা স্মরন করিয়ে ঐক্য ধরে রাখার আহবান জানান, সেই সাথে ভবদাহ সমস্যা সমাধানে ইতিমধ্যে নেওয়া পদক্ষেপ গুলি তুলে ধরেন তার মধ্য অন্যতম হলো আমডাংগা খাল প্রসস্তকরন (৩৩ ফুটের স্থলে ৪৩ ফুট),প্রয়োজনীয় জমি অধিগ্রহণ সহ ভৈরব নদ খননকল্পে ১০টি স্কেভেটর বরাদ্দ এবং নদীর জায়গা দখলদার উচ্ছেদের পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ ছাড়া যানজট  মাদক, দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। শেষপর্যায়ে গরীবদের মাঝে কম্বল প্রদানের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।  

যাযদি/ এম