দু:স্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সামাজিক সংগঠনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৮

মানিকগঞ্জের হরিরামপুরে শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে "মানবতার বন্ধন মানিকগঞ্জ" নামের একটি সামাজিক সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ ব্যাপী উপজেলার প্রায় তিন শতাধিক গরীব দু:স্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন তারা।
সামাজিক সংগঠন "মানবতার বন্ধন মানিকগঞ্জ" এর সম্বনয়ক ও এসএসসি ৯৫ ব্যাচের সাবেক শিক্ষার্থী স্বপন সাহা (চাঁন) বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ,ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই আমরা এবার পরিকল্পনা করে আমাদের শীতপ্রবণ এলাকার এখন পর্যন্ত তিন শতাধিক দুস্থ ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে তাদের গায়ে শীতবস্ত্র কম্বল জড়িয়ে দিচ্ছি।
উল্লেখ্য, গত ৫ বছর ধরে, প্রতি ঈদে ২/৩ শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার ও বিতরণ করেন এসএসসি ১৯৯৫ ব্যাচের মানবিক বন্ধু মহল।
যাযাদি/ এম