বেগমগঞ্জে যুবদল নেতাকে প্রকাশ্যে জবাই করে হত্যা

প্রকাশ | ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৭

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর বেগমগঞ্জে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বের হয়ে আসার পথে কবির হোসেন  ওরটে ছালি কবির (৩২) নামে এক স্থানীয় যুবদল নেতাকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা জবাই ও গুলি করে হত্যা করেছে।

 শুক্রবার দুপুর দুইটার  দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুজাতপুর গ্রামে ঘটেছে। খুন হওয়া কবির হোসেন বেগমগঞ্জ উপজেলার সুজাতপুর গ্রামের আকবর আলী হাজী বাড়ীর মৃত নৃর নবীর ছেলে এবং স্থাণীয় ভাবে যুবদলের সাথে জড়িত।

 স্থাণীয় এলাকfবাসী জানান, শুক্রবার দুপুরে  বাড়ীর সামনের মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বের হওয়ার সাথে সাথে ওৎ পেতে থাকা একদল মুখোশধারী সন্ত্রাসী ধারালো ও স্বয়ংক্রিয় অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে জবাই এবং মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য তার বুকে গুলি করে এরপর সস্ত্রাসীরা মিয়াগো রাস্তা দিয়া পালিয়ে যায়।

আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, আমি গত তিন বছর ধরে এলাকার চেয়ারম্যান। তাকে কখনও এলাকায় দেখি নাই কিন্তুু তার নাম শুনেছি। গত ৫ আগষ্টের পর সে এলাকায় ফিরে আসে। ধারনা করা হচ্ছে পুর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ গ্রুপ মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর তাকে নৃষংষভাবে জবাই ও গুলি করে হত্যা করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় সেখানে সেনবাহিনী,র‌্যাব পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে পৌছে।

আলাইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর জুমলা মিঠু জানান, কবির হোসেন ওপরে ছালি কবির দীর্ঘ সময় ধরে এলাকার বাইরে ছিল। এলাকার বিভিন্ন ঘটনার কারনে তার বিরুদ্ধে মামলা হয় এবং জেল কারাগারেও ছিল কয়েক বছর। গত ৫ আগষ্টের পর সে আবার এলাকায় ফিরে আসে। তিনি আরও জানান সন্ত্রাসীদের কোন দল বা পদবী নেই।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান,, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহের সুরুতহাল লিখে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছে। এ হত্যকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষে পুলিশী অভিযান চলছে।

যাযাদি/ এম