ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুই গরু ও ৩ ঘর পুড়ে ছাই

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ভাঙ্গায় আগুনে পুড়ে  এক কৃষকের দুইটি গরু ও তিনটি ঘর  ছাই হয়ে গেছে।  গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ভাঙ্গা উপজেলার  আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের কৃষক আবেদ আলী শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

বাড়ির মালিক আবেদ আলী শিকদার বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে আমি প্রকৃতির ডাকে বসত ঘরের বাইরে যাই। এ সময় আমার রান্না  ঘরে আগুন ধরা অবস্থায় দেখতে পাই। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। একে একে আমার চৌচালা টিনের বসতঘর, দোচালা টিনের গরুর ঘর ও দোচালা টিনের রান্না ঘর পুড়ে যায়। এ সময় বসত ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, ফসলাদী পুড়ে যায়। ২টি গরু পুড়ে মারা যায়। সব মিলে আমার ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় আমরা ঘটনাস্থলে যাই। এর পর আগুন নিভানোর চেষ্টা করি। রাত ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। অগ্নিকাণ্ডে আবেদ আলী শিকদারের ৩টি ঘর, ২টি গরুসহ আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ এখনো নির্ধারণ করতে পারিনি। 

যাযাদি/ এআর