রামগড়ে হেনা বেলায়েত টুর্নামেন্টে নজীরটিলা চ্যাম্পিয়ন ফাইভ ষ্টার রানার্সআপ
প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭

খাগাছড়ির রামগড়ে হেনা বেলায়েত স্মৃতি রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে নজরিটিলা ও ফাইভষ্টার টিম মুখোমুখি হয়।নৈপূর্ণময় দূর্দান্ত এ খেলায় নজীরটিলা চ্যাম্পিয়ন ফাইভ ষ্টার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার(১৭ডিসেম্বর ) রাত দশটার সময় রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি আসনের সাবেক এমপি ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ,রামগড়ের ইতিহাস ঐতিহ্য ও সাস্কৃতিক ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন এবং তার পারিবারিক ও এলাকায় বেড়ে ওঠা শৈশবের স্মৃতিচারন করেন।
ভেদাবেদ ভূলে গিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন,পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মাঝে শান্তি প্রতিষ্ঠায় সুস্পর্ক ,সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। রামগড়ের বিভিন্ন ক্ষেত্রে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ভালো উদ্যেগে ভবিষ্যতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো: হাসনাত মোর্শেদ ভূইয়া ,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া,রামগড় উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু,পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট মোঃ ইশতিয়াক মোর্শেদ ভুইয়া স্বাগত বক্তব্যে বলেন,পিতা মাতার স্মরনে আমার এ ক্ষুদ্র প্রয়াস।সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় পরিসরে কিছু করার ইচ্ছে রয়েছে।
ধারাভাষ্যেকার মোঃ হানিফ ও নুরুল আলম রাজু শ্রুতিমধুর উপস্থাপনায় মাঠের চারপাশের কানায় কানায় ভরপুর দর্শকদের উজ্জিবিত করে রাখেন। আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন আলি আকবর, মোঃ পিয়াস, জুয়েল। স্কোরারে ছিলেন আবদুল্লাহ্, রায়হান, এমরান ।
যাাযদি/ এম