ডিমলা ছাত্র কল্যাণ পরিষদের শীত বস্ত্র বিতরণ

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডিমলায় রোববার দুপুরে রংপুস্থ ডিমলা ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে ডিমলা টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজ মাঠে গরিব অসহায় শীতার্থ ২ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র(কম্বল)বিতরন করা হয়েছে।

রংপুস্থ ডিমলা ছাত্র কল্যান পরিষদের সভাপতি সাগর ইসলামে সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখে, বিশিষ্ট সমাজসেবক আমিনুজ্জামান গাজী, ডিমলা থানার ওসি ফজলে এলাহী, বিশিষ্ট ঠিকাদার আরিফ উল ইসলাম লিটন, ডিমলা টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, রংপুস্থ ডিমলা ছাত্র কল্যান পরিষদের উপদেষ্টা ও প্রভাষক (বাংলা বিভাগ) রংপুর সরকারী কলেজ রিপন কুমার সরকার, রফিকুল ইসলাম রনি, আশিক উল ইসলাম লেমন, আইয়ুব আলী, আলাউদ্দিন আলাল, স্বপনুজ্জামান স্বপন, তবিবুল ইসলাম তইবুল, মফিজার রহমান, আবুল বাসার আজাদ, রংপুস্থ ডিমলা ছাত্র কল্যান পরিষদের সাধারন সম্পাদক আশিকুর জামান রাজু, সাংগঠনিক সম্পাদক অলি আল মাহ্মুদ মুগ্ধ প্রমুখ।

যাযাদি / এআর