বাজিতপুর ও নিকলীতে ধানী জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৮

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে হাওরের ধানী জমির মাটি যাচ্ছে ইট ভাটায়। ধানী জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার ফলে ধানী জমির টপসয়েল নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে যেমন জমির উর্বরতা শক্তি কমছে। তেমনি ভাবে এসব জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে পার্শ্ববর্তী জমি ভেঙ্গে উজার হয়ে পড়ছে। প্রশাসন ক্ষানিক কাল পদক্ষেপ নিলেও পরক্ষনে আবার ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকুরা। এ নিয়ে প্রশাসনের বিষয়ে এলাকাবাসীর মধ্যে ধুম্রজালের সৃষ্টি হচ্ছে।

আর ইট ভাটার ধুয়ায় পার্শ্ববর্তী গ্রামের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনি ভাবে এসব ধুয়ায় গ্রামের ফল ফলাদি গাছের কোন ফল ধরছে না। 

আর অন্য দিকে এই ধুয়ার ফলে শিশু ও বৃদ্ধরা হাপানি, সর্দি জ্বর, নিউমোনিয়া সহ মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন। অন্য দিকে এসব ইট ভাটার মালিক এবং ভেকু খেকুরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন। তেমনি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের মইতপুর গ্রামের পার্শ্বে ৫০০ মিটার দূরে উঠেছে নতুন ভাবে একটি ইট ভাটা। এই ভাটায় নাকি সঠিক ভাবে কাগজপত্র নেই বলে এলাকাবাসীর অভিযোগ। 

এ বিষয়ে কয়েকজন গ্রামবাসী বলেন, এই ইট ভাটা হওয়ার ফলে আশে পাশের গ্রামগুলোর পরিবেশ একেবারেই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে হিলচিয়া বাজারের পার্শ্বে আরেকটি বন্ধ হওয়া ইট ভাটা পূর্ণরায় ইট কাটা শুরু হয়েছে এতে করে পরিবেশ আরো ঘনিভূত হওয়ায় সম্ভাবনা রয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, এই দুটি ইট ভাটার সম্পর্কে তিনি কিছুই জানেনা।

যাযাদি/ এআর