ভাঙ্গায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৯

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ফরিদপুরে ভাঙ্গায় ইয়াবা সহ ওবায়দুর রহমান(৩৪) নামক এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার(২৮ ডিসেম্বর) দিবাগত রাতে  ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট গ্রামের খামারকান্দি এলাকা থেকে তাকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে  ইয়াবা বিক্রির নগদ ৫৩, ৬০০ টাকা উদ্ধার করা হয়। 

ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ইয়াবা সহ গ্রেপ্তারকৃত ওবায়দুর রহমানের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাকে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এম