গোসাইরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের গোসাইরহাটে পদ্মা অববাহিকায় বন্যা পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচী বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায়, উপজেলা প্রশাসনের আয়োজনে ও এসডিএস এর বাস্তবায়নে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ।

এসআরএসপি প্রকল্প সমন্বয়কারী মো. মাকসুদুল্লাহ সঞ্চলনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিয়া বিনতে আফজল, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা উপজেলা খাদ্য কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোবারক হোসেন ঢালীসহ রেডক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, যে কোন দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিস, স্বেচ্ছাসেবীসহ সকলে যেন মানুষের পাশে দ্রুত গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সকলে একত্রে কাজ করলে যে কোন দুর্যোগ সহজে মোকাবেলা করা সম্ভব হয়।

যাযাদি / এআর