সোনাইমুড়ীতে ফেসবুকে পোস্ট নিয়ে বিএনপি নেতার বাড়িতে হামলা

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেসবুকে ছবি দেওয়াকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। 

গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলা দেওটি ইউনিয়নের মহুরিগঞ্জ বাজার এলাকার বিএনপি নেতা মাসুদের রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এসময় দুর্বৃত্তরা ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণ করে এবং দুই দফায় ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনায় দেওটি বাজার এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান বিএনপির এক নেতার সুস্থতা কামনা করে ফেসবুক আইডিতে একটি ছবি পোষ্ট করেন। সেই ছবির ভেতরে বিএনপির বেশ কয়েকজন নেতার সাথে দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবুর ছবিও ছিলো। বাবুর ছবির ওপরে স্টিকার দিয়ে ফেসবুকে পোস্ট দিলে তার সমর্থকেরা উত্তেজিত হয়। পরে রাত সাড়ে আটটার দিকে প্রায় ২০-২৫ জনের একটি দল জড়ো হয়। তারা মহুরিগঞ্জ বাজারের কিন্ডারগার্টেন স্কুলের সামনে থেকে মিছিল দিয়ে মাসুদের রহমানের বাড়ির সামনে এসে ১০-১৫ টি ককটেল বিস্ফোরণ করে ও তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সূত্র জানায়, ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে ইস্যু করে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে গুলি ও ককটেল ফোটানো হয়। ঘটনার পরে রাত ১১ টার দিকে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় নিজু ও দেলওয়ারের বসত ঘরে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে কোন অস্ত্রের সন্ধান পায়নি। পুলিশ চলে যাওয়ার পরে মাসুদের রহমানের বাড়ির গেটের সামনে আরো তিনটি ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এশার নামাজের পর মোমিন উল্ল্যা, জাহাঙ্গীর আলম, নিজাম, বাবুল, দেলওয়ার, সিএনজি জাহাঙ্গীর, আকাশ সহ প্রায় ২৫ জন হট্টগোল করতে করতে মাসুদের বাড়ির দিকে যায়। এসময় তারা ককটেল ফোটাতে থাকেন। ভয়ে বাজারের দোকানীরা সার্টার বন্ধ করতে থাকে। তারা মাসুদের বাড়ির গেটের সামনে গিয়ে ককটেল ও গুলি ফোটায়।

সরেজমিনে গিয়ে মাসুদের রহমানের বাড়ির গেটের সামনে তিনটি গুলির খোসা ও কয়কটি ককটেলের অংশ পড়ে থাকতে দেখা যায়।

এবিষয়ে সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান জানান, ফেসবুকে দেওয়া ছবিকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করতে দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবু পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছেন। তারা আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন হাইব্রিডদের নিয়ে যারা রাজনীতি করে তারা নিজেদের আধিপত্য কায়েমের জন্য অবৈধ অস্ত্রের ব্যবহার করছে। আর পরিকল্পিত এই হামলার ঘটনায় জেলা বিএনপির এক নেতার ইন্ধন রয়েছে। এই বিষয়ে থানায় মামলা করা হবে বলেও যুক্ত করেন তিনি।

এসকল অভিযোগ অস্বীকার করেছেন দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবু। তিনি জানান, তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তার সমর্থকেরা এই ছবি দেখে উত্তেজিত হয়ে মাসুদের বিরুদ্ধে মিছিল করতে চাইলে তিনি বাধা দেন। তবে কে বা কারা ককটেল ও ফাঁকা গুলি ছুড়েছেন তিনি সেটা জানেন না।

ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান সোনাইমুড়ীতে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদ আলম। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনার তদন্ত চলছে।

যাযাদি / এআর