বিরামপুরে আনসার ও ভিডিপি ক্লাব সমিতি সক্রিয়করণ সমাবেশ
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৪

দিনাজপুরের বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের ‘হরিহরপুর আনসার ও ভিডিপি ক্লাব সমিতি’ সক্রিয়করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার কাটলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় হলরূমে হরিহরপুর আনসার ও ভিডিপি ক্লাব সমিতি" সক্রিয়করণ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন ভিডিপি কমান্ডার মোঃ তোশারব হোসেন।
অনুষ্ঠানে ক্লাব সক্রিয়করণ পৃর্বক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের আত্ন সামাজিক উন্নয়ন তরান্বিতের লক্ষে সামাজিক প্রতিবন্ধকতা মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বদ্ধ পরিকর হয়ে কাজ করতে উপস্থিত সকল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্বুদ্ধ করতে বক্তব্য করেণ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তাহেরা সুলতানা।
" শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মাহবুবার রহমান,মহিলা প্রশিক্ষিকা তন্ময়ী রায়, কাটলা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নয়ন কুমার, ইউনিয়ন দলনেতা আজিজার রহমান,দলনেত্রী নাসিমা আকতার, ইউনিয়ন আনসার কমান্ডার আজিজার রহমান, গ্রাম দলনেতা সিরাজুল ইসলাম, সমাজ সেবক ডাঃ জালাল উদ্দিন প্রমূখ।
যাযাদি/ এসএম