হাসিনার নিদের্শ সাঈদীকে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : মাওলানা বোরহান উদ্দিন
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫০

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে ফাঁসি দিতে না পেরে বহুভাবে, বহুবার হত্যার চেষ্টা করা হয়। সবশেষ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে আনা হলে আওয়ামী চিকিৎসকেরা তাকে যথাসময়ে চিকিৎসা দেয়নি। এসময় তারা শেখ হাসিনার সাথে যোগাযোগ করে হাসিনার নিদের্শ সাঈদীকে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করে।
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।
এসময় তিনি আরো বলেন, 'হাসিনা জামায়াতকে টার্গেট করেছে। কারণ হাসিনা বুঝতে পেরেছে জামায়াত এই দেশে কাজ করলে হাসিনার দেশ বিরোধী কাজ এদেশে টিকবে না। ভারতের নিদের্শে শেখ হাসিনার পরিকল্পনায় জামায়াতের শীর্ষ নেতাদের বিচারক হত্যা করা হয়েছে।
মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘বর্তমান সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু করতে গেলে কারো কারো মায়াকান্না হয়। এই দেশকে নতুনভাবে তৈরি করতে পরীক্ষিত দেশ প্রেমিকদেরকে ক্ষমতায় বসাতে হবে। পরীক্ষিত সেই দেশ প্রেমিক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন,জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ও চাটখিল -সোনাইমুড়ী আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ মাও ছাইফ উল্ল্যাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমীর ও চাটখিল উপজেলা পরিষদের সাকেব সফল ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান, পৌর আমীর মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া ও তাওহিদুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।
যাযাদি/ এম