ভৈরবের নিখোঁজ শিশুর মৃতদেহ ওয়্যারড্রপ থেকে উদ্ধার, অভিযুক্ত আটক
প্রকাশ | ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩১

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজ সাহাল (০৩) নামের এক শিশুর মরদেহ প্রতিবেশী নাড়াটিয়া হাছানের ওয়্যারড্রপের ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে।
আজ মঙ্গলবার ভোর রাতে শহরের পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পিছনের দিল মোহাম্মদের বাসায় এই ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় বাসার ভাড়াটিয়া হাছান মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিহত শিশুর মা মোমেনা বেগমকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত সাহাল আহম্মেদ উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের কাতার প্রবাসী সানাউল্লাহ আহমেদ ও মোমেনা বেগম দম্পতির ছেলে। নিহত শিশুর পিতা সানাউল্লাহ আহমেদ কাতার প্রবাসী। তিনি কাতারে আছেন। পৌর শহরের পঞ্চবটি দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়ির ভাড়িতে শিশুটি নিয়ে তার স্ত্রী মোমেনা থাকতেন একা। গতকাল সোমবার মাগরিবের নামাযের সময় মায়ের সাথে তার ছেলে সন্তান সাহাল একত্রে নামায আদায় করেন। নামায শেষে বাসায় বিদ্যুৎ চলে যায় তারপরই তার শিশু সন্তানকে খোঁজে পাচ্ছে না। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে নিখোঁজ শিশুর সন্ধান পায়নি।
পরে থানায় শিশুর সন্ধানের জন্য জিডি করেন শিশুর মা। অভিযোগ পাওয়ার ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে নিখোঁজ শিশুর সন্ধান করতে পাশ্ববর্তী ভাড়াটিয়ার রুমের থালা ভেঙে তল্লাশী চালিয়ে বাসায় থাকা ওয়্যারড্রপের ভিতরে মুখে কসটিপ পেছানো নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করে।
পঞ্চবটি এলাকার বাসিন্দা শামীম মিয়া বলেন, গতকাল মাগরিবের নামাযের পর থেকে শিশুটি নিখোঁজ হয়েছে। তারপর নিখোঁজ শিশুর খবর শুনে শহরের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি কিন্তু কোন সন্ধান পায়নি। পরবর্তীতে পুলিশ এসে তদন্ত করে নিখোঁজ শিশুটিকে বাসার পাশ্ববর্তী ভাড়াটিয়ার ওয়্যারড্রপে মরদেহ খোঁজে পায় ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিন মিয়া বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু আলামতের ভিত্তিতে পাশ্ববর্তী ভাড়াটিয়ার ঘরের থালা ভেঙে তল্লাশি চালিয়ে তার বাসার থালাবন্ধ ওয়্যারড্রপে মুখে কসটিপ পেছানো নিখোঁজ শিশু সাহাল এর মরদেহ খোঁজে পায়। ধারণা করা হচ্ছে শিশুর মা মোমেনা বেগমের সাথে পাশ্ববর্তী ভাড়াটিয়া হাছান মিয়ার সাথে পরকীয়া সম্পর্কের জেরে শিশুটিকে জিম্মি করে শ্বাসরোদ্ধ করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান ।
যাযাদি/ এম