বামনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৫, ১৮:০০

বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গণঅভ্যূথানের পর নতুন এক পরিবেশে দীর্ঘ দেড় দশক সাংগঠনিক কোণঠাসায় থাকা এ ছাত্র সংগঠনটি বর্ণাঢ্য শোভাযাত্র ও পথসভার মধ্য দিয়ে উপজেলার বিএনপি ও তার অংগসংগঠনের দলীয় সকল নেতৃবৃন্দের স্বতফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে এ দিনটি উৎযাপন করা হয়।
সকাল ১১ টায় বামনা গোলচত্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় নেতৃত্ব দেন বামনা উপজেলা শাখার আহবায়ক নাসির উদ্দিন জোমাদ্দার ও সদস্য সচিব সজীব হোসেন মুন্না।
শোভাযাত্রার পরে পথসভায় উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। কাজী আসাদুজ্জামানকে আহ্বায়ক করে সেদিন ছাত্রদলের প্রথম কমিটি প্রকাশ করা হয়। অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন-সংগ্রামে সম্মুখভাগে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছাত্রদল। খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ত্যাগ ছিল গণতন্ত্র উত্তরণের জন্য।
তিনি আরও বলেন, বিগত ১৬টি বছর ফ্যাসিবাদ সরকারের ছাত্রসংগঠনের নামে লাঠিয়াল বাহিনী তার দেশে শুধুমাত্র লুটপাট করেছে। তারা বামনায় আজকেরমত কোন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেতে দেখিনি। তিনি সভায় উপস্থিত উপজেলার চার ইউনিয়নের বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকের স্বতফুর্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েক করিব হাওলাদার, বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, বিএনপি, বামনা আহবায়ক সদস্য প্রেসক্লাব সভাপতি ও সদস্য গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ, উপজেলা যুবদল আহবায়ক দিপু সিকদার ও যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান শিমুল, উপজেলা তরুন দলের আহবায়ক ফয়সাল, সরকারি কলেজ ছাত্র দলের আহবায়ক সুজন মিয়া ও সদস্য সচিব হাফিজুল ইসলাম হাফিজ, বামনা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক জিসানসহ উপস্থিত সকলের প্রতি। তিনি এই ছাত্র সংগঠনের সকলকে আগামীতে দেশ গড়ায় জনমানুষের আস্থাভাজন হতে আহবান করেন। পথসভা ও দোয়া শেষে সকলকে খাবার প্যাকেট বিতরণ করা হয়।
যাযাদি/ এআর