বেতাগীতে জুলাই-আগস্ট বিপ্লবে ২ শহীদ পরিবারকে টিউবওয়েল প্রদান

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৫, ২০:২৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৯

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরগুনার বেতাগীতে জুলাই-আগষ্ট বিপ্লবে নিহত শহীদ লিটন মাতুব্বর ও শহীদ টিটু মিয়ার বাড়িতে উপজেলা পরিষদের পক্ষ থেকে টিউবওয়েল প্রদান করা হয়েছে। শহীদ পরিবারের পক্ষ থেকে‌ টিউব অয়েলের দাবি করলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী তাৎক্ষণিক বসানোর ব্যবস্থা করেন।
 
শনিবার (৪ জানুয়ারী) বিকেলে টিউবওয়েল বসানো কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ও উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির‌ মল্লিক। পরিদর্শন কালে লিটন মাতুব্বরের পরিবার কাছে কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মোঃ শাহিন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক পিয়ারা বেগম, হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুর রহমান বাবুল, বেতাগী নাগরিগ ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার ও বৈসাম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. হোসাইন শিপাহীসহ আরও অনেকে। 

এর আগে শহীদ টিটু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের কাছে কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দেন। টিটু মিয়ার বাড়িতেও একটি টিউবওয়েল বসিয়ে দেওয়া এবং দুই শহীদের কবরস্থান পাকা করে দেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। 

যাযাদি/ এম