সিরাজদিখানে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ ইং উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দিবাগত রাত ৮টায় মালখানগর কলেজ মাঠে খেলার উদ্বোধন ঘোষণা করেন, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম।
পূর্বাশার আলো বন্ধু মহল সংগঠনের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান টিটু। রাকিব হাসান মোল্লার ব্যাবস্থাপনায় ও সাব্বির মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি খোরশেদ আলম শিশির, মালখানগর কলেজ গভর্নিং বডি সাবেক সদস্য আনোয়ার হোসেন রাজা, সমাজ সেবক মো. আহাদ মুরাদ, সার্জেন্ট (অবঃ) শাজাহান সিরাজ।
খেলায় জাস্টিস ও স্কোরারের দায়িত্ব পালন করেন ক্রীড়া ব্যাক্তিত্ব হারুন মোল্লা। টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, মো. সাঈফ হোসেন, মো রকিব খান, মোঃ মাহফুজ, রাজ রাজিব, শান্ত চক্রবতী, তানজিম লিমন, শিথুল হালদার, গোলাম রাব্বি, রুপু বেপারী, হিমেল আহমেদ, রবিন আহমেদ প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। নকআউট পদ্ধতিতে উদ্বোধনী খেলায় ৪ টি দল অংশ গ্রহণ করে। প্রথম খেলায় 'টিম রয়েল মুন্সীগঞ্জ' বনাম 'ভিআইপি টিম টাইগার বয়রাগাদী' প্রতিযোগিতা করে। এতে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয় টিম রয়েল মুন্সীগঞ্জ। দ্বিতীয় খেলায় 'রথবাড়ি সুপার স্টার' বনাম 'পশ্চিম শিয়ালদী বন্ধু মহল' প্রতিযোগিতা করে। এতে ২য় রাউন্ডে উত্তীর্ণ হয় রথবাড়ী সুপার স্টার।
যাযাদি/ এসএম