কিশোরগঞ্জের হাওরে ভূট্টার আবাদ শুরু

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৯

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলাই হাওর অধ্যুষিত উপজেলা। এ উপজেলা গুলোতে গতবছরের তুলনায় এবছর ভূট্টার চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কারণ ধানের চেয়ে কম খরচে ভূট্টার ফলন বেশি হয় এবং খরচও কৃষকদের অনেক কম লাগে। সেজন্যে কৃষকরা উদ্বুদ্ব হয়ে ভূট্টার দিকে ঝেঁকে বসেছে। প্রতি একর ভূট্টার ফলন হয় ১০০-১২০ মন। 

প্রতি মন ভূট্টার দাম হয় ১,৪০০-২,০০০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এসব উপজেলাগুলো হলো বাজিতপুর, নিকলী, কুলিয়ারচর, অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূট্টা জমিতে সার ও পানি অনেক কম লাগে। ধানের তুলনায় খরচ খুবই কম হয়। সেজন্য গত এক দশক ধরে কৃষকরা ভূট্টা চাষে উদ্বুদ্ব হচ্ছে বলে জানা যায়।

যাযাদি/ এসএম