শার্শায় শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৫, ২০:০৫

শার্শা (যশোর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

যশোরের শার্শায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। 

গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র কম্বল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শখির উদ্দিন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন প্রমুখ ।


শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান বলেন, ঠাণ্ডায় দুস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাই তাদের কথা চিন্তা করে গরম কাপড় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালাম। তিনি বলেন, যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হবো।

যাযাদি/ এআর