খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সুবর্ণচরে দোয়া মাহফিল
প্রকাশ | ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান এর আশু রোগমুক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সুবর্ণচরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপির যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এর উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইব্রাহিম খলিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া চান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, সহ বিএনপির সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা দোয়ায় অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ এর খতিব মুফতি মাকসুদ আলম মাছুম। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর রোগমুক্তি কামনা করে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
যাযাদি/ এআর