আলীকদমে ৫৭ বিজিবির কম্বল বিতরণ
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৩

বান্দরবানের আলীকদম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক গরিব দোস্ত সহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
রোববার (১২ জানুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ব্যাটালিয়ন সদর এলাকায় ও জিওবি দুর্গম ক্যাম্পে ৪০০ জন অসহায় আদিবাসী, বাঙালি ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমামুল আজিম, মেজর খুরশেদুল আলম মাছুদ, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সহ জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃদ্ধ।
আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বদ্ধপরিকর বলে তিনি জানান ।
যাযাদি/ এসএম