জাজিরার ঐতিহ্যবাহী শিকদার পরিবারের উদ্যোগে হাফেজদের সম্মাননা

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০২৫, ১০:২১

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জাজিরার বিভিন্ন জায়গার পবিত্র কোরআনের হাফেজদের নিয়ে শরীয়তপুরের জাজিরায় মূলনার ঐতিহ্যবাহী শিকদার পরিবারের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও হাফেজদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

শিকদার পরিবার কর্তৃক পরিচালিত মূলনা শিকদার দারুস সুন্নাহ মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল এর মাঠ প্যান্ডেলে শনিবার (১১-জানুয়ারি) দিনব্যাপী এই আয়োজন চলে।

জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর বিশিষ্ট আলেমে দ্বীন সর্বজন শ্রদ্ধেয় মাওঃ আঃ রব হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরার কৃতিসন্তান এনসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোঃ শামসুল আরেফিন।

শিকদার পরিবারের বিশিষ্ট শিল্পপতি মিছবাহ শিকদারের ঐকান্তিক প্রচেষ্টা ও অর্থায়নে আয়োজিত এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৬ জন কুরআনে হাফেজ অংশ গ্রহণ করে একজন প্রথম স্থান, দুইজন দ্বিতীয় স্থান এবং তিনজন তৃতীয় স্থান অর্জন করেন।

সন্ধ্যায় মাদ্রাসার সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদারের সভাপতিত্বে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের স্টেজে অতিথিদের হাত থেকে নির্বাচিত হাফেজদের জন্য নির্ধারিত পুরষ্কার প্রদানের পাশাপাশি ৯৫ জন কুরআনে হাফেজকে ক্রেস্ট, ইসলামি বই ও আর্থিক উপহার দেয়ার মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা হাফেজে কুরআনদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে কুরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির চেষ্টার পাশাপাশি হাফেজদের সম্মাননা প্রদান করে কুরআনে হাফেজদের দায়িত্ববোধ তৈরির লক্ষ্যেই তারা এই আয়োজন করেছেন বলে জানান।

যাযাদি/ এসএম