সরাইলে তারণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে তারণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এই কর্মশালাগুলোর মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে সম্পৃক্ত করা।
মঙ্গলবার দুপুরে এর সঞ্চালনায়, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মশাররফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রাণীসম্পদ মুনসুর আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ পারভেজ আহমেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা নুর আলী, সরাইল থানা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান, ছাত্র প্রতিনিধি ইফরান খান,অরপম ঘোষ, ছাত্রী প্রতিনিধি প্রেমা ইসলাম প্রমূখ।কর্মশালার মাধ্যমে তরুণ সমাজকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে উৎসাহিত করা হচ্ছে।
যাযাদি/ এসএম