আলীকদম উপজেলায় তারুণ্যের উৎসব
প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৬

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে বান্দরবানের আলীকদম উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(১৪ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে র্যালী বের করে উপজেলা প্রশাসন।
র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আব্দুল্লাহ আল মুমিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম, আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মির্জা জহির উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল আব্দুল হালিম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
যাযাদি/ এম