গাছে সাথে মটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

মহেশপুরে গাছের সাথে দ্রুত গতির মটর সাইকেলের ধাক্কায় নাঈম ইসলাম (১৪) নামে এক ৯ম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা অপর আরোহী চাচাতো ভাই সায়েম আহত হয়েছেন।
বুধবার সকালে মহেশপুর-খালিশপুর সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম ইসলাম এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে ও মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে মটর সাইকেল যোগে দুই চাচাতো ভাই প্রাইভেট পড়তে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সায়েমকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যাযাদি/ এসএম