মহেশখালীতে প্রেমঘটিত ঘটনায় যুবক নিহত, আহত একাধিক
প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:২৬

মহেশখালী উপজেলায় একটি প্রেমঘটিত ঘটনার জের ধরে সংঘর্ষে নুরুনবী (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর নামে এক তরুণ ও শফি আলমের এক কিশোরী মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাতের আঁধারে দেখা করতে গেলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। বিষয়টি মেয়ের চাচা ফরিদুল আলমের কাছে জানানো হলে, তিনি মেয়ের বাবার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন। স্থানীয়রা তাদের ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এলাকার এক জনপ্রতিনিধি জানান, “এটি একটি দুঃখজনক ঘটনা। প্রেমঘটিত কারণে শুরু হওয়া বিরোধ এমন সহিংস রূপ নেবে, তা কেউ ভাবেনি। হামলার ঘটনায় একজন প্রাণ হারিয়েছে এবং কয়েকজন আহত হয়েছে।”
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এই সহিংসতায় জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
যাযাদি/ এম