কাহারোলে জামায়াতে ইসলামী যুব সমাবেশ
প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৩

দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী য্বু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাহারোল উপজেলা শাখা জামায়াতে ইসলামীর যুব সমাজ-এর উদ্যোগে গত ১৬ জানুয়ারি‘২৫ রোজ বৃহস্পতিবার কাহারোল বাজার ফাজিল মাদ্রাসার হলরুমে সন্ধ্যায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে কাহারোল উপজেলা আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এত অল্প সময়ে এত বড় জালেম, জুলুমবাজ, ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামানো বিশে^র বুকে এটাই প্রথম। তিনি অডিএ্যান্সকে লক্ষ করে বলেন, সবাই আপনারা মনে করেছিলেন যতদিন তাদের নেতৃত্বে বেচে আছেন ততদিন অথবা ২০৪১ সাল অবধি এই ফ্যাসিস্ট ক্ষমতায় থাকবে কিন্তু ছাত্র জনতা তা হতে দেন নাই।
তারা এ জুলুমবাজকে শুধু ক্ষমতা থেকে নামানো না, দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। তিনি আরোও বলেন, যে আশা নিয়ে ২০২৪ এ বিপ্লব হয়েছে তা আজ বাস্তবে মুখ থুবরে পড়েছে চাদাবাজ, ঘুষ দুর্নীতি, টেম্পু স্টান্ট দখলকারী সমাজ থেকে বিতাড়িত হয়নি। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, যুবকরা হলো একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাই যুব সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করে সুন্দর সমাজ গঠনের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে।
৫২র ভাষা আন্দোলন, ৭১র মুক্তিযুদ্ধ সর্বশেষ ২৪এর সৈরাচার পতনে সামনে থেকে এই যুবকরাই নেতৃত্ব দিয়েছে। তাই যুবকরা যেন কোন ভুল পথে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সামনে ইসলামী সমাজ বিনিমার্ণে যুবকদের ভ‚মিকা অনিস্বীকার্য। তাই যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এসএম আব্দুর রাজ্জাক, যুব বিভাগের সেক্রেটারী রফিকুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
যাযাদি/ এম