সিংগাইর উপজেলা কৃষক দলের সভাপতি মোকা, সম্পাদক জহির
প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ১১:২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সাক্ষরিত নবগঠিত কমিটিতে মনিরুল ইসলাম মোকা সভাপতি ও মো: জহিরুল ইসলাম জহিরকে সাধারণ সম্পাদক করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
কমিটিতে অন্যান্য পদে যারা স্থান পেয়েছেন তারা হলেন সিনিয়র সহসভাপতি দেওয়ান ফয়েজুল ইসলাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোনায়েম বিপ্লব।
এদিকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এ্সএ জিন্নাহ কবির, সিঙ্গাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় ও সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যাযাদি/ এসএম