সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার কম্বল বিতরণ
প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৫

নোয়াখালীর সেনবাগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। শনিবার সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক সহিদ উল্যাহ মিন্টুর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্যাহ, মায়া প্রাইভেট হাসপাতালের পরিচালক আলা উদ্দিন আলো,সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক মোজাম্মেল হক।
এ সময় টেলিফোনে বক্তব্য দিয়ে অনুষ্ঠানে যুক্ত হন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক সৌদি প্রবাসী ব্যবসায়ী মহি উদ্দিন মহিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য আবদুল মান্নান বাবলু, সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, সাংবাদিক নিজাম খন্দকার,হারুন,হাবিবুর রহমান হারুন,ফখর উদ্দিন,প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য ওমর ফারুক, রফিকুল ইসলাম রবি,ব্যাবসায়ী আবু জাহেদ, মো: তারেক প্রমুখ।
কম্বল বিতরণের পূর্বে আলোচনায় বক্তার বিগত বন্যা সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরে বিভিন্ন গ্রামের ২৫০ জন গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
যাযাদি/ এসএম