চাটখিলের সাবেক এমপি কামরানের মতবিনিময় সভা 

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৫

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নোয়াখালীর চাটখিলে বিভিন্ন এলাকায় মতবিনিময় করেছেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন কামরান। শুক্রবার দিনব্যাপী চাটখিলের বিভিন্ন এলাকা গণসংযোগ শেষে চাটখিল আজিজ সুপার মার্কেটের সামনে স্থানীয় বিএনপি’র নেতা কর্মীদের সাথে বিকেলে মতবিনিময় সভা করেন। 

নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী আংশিক) উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী। বিগত ১৯৯১ থেকে তিনি চাটখিল আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিল প্রেস ক্লাবের ভূমিসহ চাটখিলে পৌরসভা, হাসপাতাল দুইটি মহাবিদ্যালয় পল্লীবিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ তার একান্ত প্রচেষ্টায় চাটখিলে আনা হয়। তিনি চাটখিলের প্রায় শহশ্রাধীক লোকের সরকারি এবং বেসরকারি চাকুরীর ব্যবস্থা করে দেন। এছাড়াও রাস্তাঘাট ব্রিজ কালভার্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।

সালাউদ্দিন কামরানের চাটখিলে  আগমনে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকেই বলেন আমরা কামরানকে চাটখিলে আমাদের মাঝে দেখতে পেয়ে আমরা ব্যাপক আনন্দিত হয়েছি। চাটখিলের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তার ব্যাপক প্রদাচারণা। সালাউদ্দিন কামরান প্রার্থী হলে  আমরা সর্বশক্তি দিয়ে তাকে সংসদ সদস্য নির্বাচিত করার চেষ্টা করব।  তার যে জনপ্রিয়তা রয়েছে এবং  সালাউদ্দিন কামরান আমাদের চাটখিল - সোনাইমুড়ি আসনের সবচেয়ে  জনপ্রিয় প্রার্থী।  বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি,  যুবদল,  ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা জানান সালাউদ্দিন কামরান সামনের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হলে নিরোলস ভাবে কাজ করবেন। তিনি নির্বাচিত হলে  চাটখিল -সোনাইমুড়ীর ব্যাপক উন্নয়ন হবে।

গণসংযোগ চলাকালে সালাহউদ্দিন  কামরান জনগণের উদ্দেশ্য বলেন,  বিগত সময় তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় চাটখিলের উন্নয়ন সাধন করেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে চাটখিল- সোনাইমুড়ি আসনে একটি আধুনিক ও মডেল এলাকায় হিসেবে রূপান্তর  করা হবে। শিক্ষা চিকিৎসা কৃষি  কাজের উপরে ব্যাপক গুরুত্ব সহকারে কাজ করা হবে। মদ গাজা ইয়াবা হিরোইনসহ যাবতীয় নেশা সংক্রান্ত ও কিশোরগেংগের  অপরাধ শুন্যের কোটায় নিয়ে আসা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে একেবারেই সুশৃংখল। কোন প্রকার চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না।

গণসংযোগ শেষে চাটখিল পৌর শহরের আজিজসুপার মার্কেটের সামনে বিভিন্নস্তরের নেতাকর্মী ও বিভিন্ন  শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।  মতবিনিব সভায় উপস্থিত ছিলেন, যুবদলের যুগ্ন আহ্বায়ক সুলতান বাবর, শ্রমিকদল নেতা হাজ্বী মাসুদ, বেলায়েত হোসেন, সাবেক যুবদলের সদস্য কামরুল ইসলাম, যুবদলের সদস্য মামুন চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, মঞ্জুর হোসেন প্রমুখ।

এর আগে এডভোকেট সালাউদ্দিন কামরান  নিজগ্রামের জুমার নামাজ আদায় শেষে পিতার মাতার কবর জিয়ারত করেন। পরে নিজ বাসভবনে  নেতাকর্মীদের সাথে আলাদা মতবিনিময়  করেন।

যাযাদি/ এসএম