শ্রীনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

শ্রীনগরে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার বাইপাস এলাকা শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এর উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবুল কালাম কানন।
এ্যাড রফিকুল আমিন খান,সিরাজ তালুকদার,শহিদুল কাড়াল,শফিউল আলম আজম, , ইউসুফ রানা, হুমায়ুন কবির,মজিবর শেখ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, নুরুল ইসলাম পার্থ প্রমুখ।
যাযাদি/ এআর