হরিণাকুন্ডু শিশুকলি মডেল স্কুলে সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৫, ১৭:০৯

ঝিনাইদহের হরিণাকুন্ডুর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১ টায় সাংস্কৃতিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান,কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার, পৌর জামাতের আমির মোঃ শফিউদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন,হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ,সরকারি বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন ,যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী ও সঞ্চালনা করেন মোহাম্মদ ইদ্রিস আলী স্যার।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক,শিক্ষক, কর্মচারী ও অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এআর